রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জে আজ মঙ্গলবার দুপুরে বজ্রপাতে আলী হোসেন (২৭) নামের এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বালু তুলতে গিয়েছিলেন আলী হোসেন। দুপুর ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।