সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
বিমান তখন ৩৩ হাজার ফুট উপরে। হঠাৎ করে অসুস্থ বোধ করলেন কো-পাইলট। মুহূর্তের মধ্যে অসুস্থতা চরমে পৌঁছাল। বিমানে থাকা অন্যান্য ক্রুরা বুঝতে পারলেন ৪৯ বছর বয়সী পাইলট হার্ট অ্যাটাক করেছেন। তৎক্ষণাৎ জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। কিন্তু ততক্ষণে মারা গেছেন সেই পাইলট। গত রোববার সকালে ঘটনাটি ঘটেছে রাশিয়ায়।
রুশ বার্তা সংস্থা টিএসএস এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, বিমানটি রাশিয়ার রোসতভ-অন-ডন শহরের প্লাটোভ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আসার পর পাইলটের হার্ট অ্যাটাক হয়। এ সময় বিমানে থাকা প্যারামেডিকসদের চেষ্টা সত্ত্বেও অবতরণের সময়ই তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে ওই পাইলটের নাম জানা যায়নি।