রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : কোরবাণীর গোশতের টুকরায় ‘আল্লাহু’ লেখা পাওয়া যাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২ অক্টোবর শুক্রবার নাটোর জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আছমত মোল্লার বাড়িতে কোরবাণীর একটি গোশতের টুকরায় এ লেখা পাওয়া যায়। ঘটনাটি জানা জানি হলে শত শত মানুষ এক নজর দেখার জন্য তার বাড়িতে ভীড় জমাচ্ছে। জানা যায়, এ বছর পবিত্র ঈদুল আযহায় তিনি একটি গরু কোরবাণী দেন। পরে কিছু গোশত নিজে খাওয়ার জন্য রেখে দিলে শুক্রবার রান্না করার জন্য ফ্রিজ থেকে বের করার পর আছমত মোল্লার স্ত্রী একটি গোশতের টুকরায় পরিষ্কারভাবে ‘আল্লাহু’ লেখা দেখতে পান। এরপর এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তা এক নজর দেখতে শত শত মানুষ ভীড় করছে। এ ঘটনার পর সবাই আল্লাহর অপরিসীম কুদরতের নিদর্শন মনে করছেন।