শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা ও ব্যবহার ক্রমাগত বেড়ে যাওয়ায় অনেকেই একে ল্যাপটপের বদলে ব্যবহার করা শুরু করেছেন। কিন্তু ট্যাবলেটে কিবোর্ড ব্যবহার করার সুবিধা সীমিত। আর এ সমস্যা কাটাতে বাজারে এসেছে কীবোর্ডযুক্ত ট্যাবলেট। এগুলো প্রয়োজনে ট্যাবলেটের সঙ্গে সংযুক্ত করা যায়। আবার প্রয়োজনে শুধুমাত্র ট্যাবলেটের মতোও ব্যবহার করা যায়। তবে অনেকেই আছে ট্যাবলেট কেনার সময় নির্দিষ্ট করতে পারে না কোন ব্র্যান্ড কিনবে বা স্পেসিফিকেশন কোনটার ভালো। চলুন দেখে নেয়া যাক বাজারে পাওয়া যাচ্ছে এমন কিছু ট্যাবলেট পিসি। লেনোভো মিক্স ২এটি ম্যাগনেটিক কিবোর্ডযুক্ত একটি ট্যাবলেট-হাইব্রিড। মাইক্রোসফট সারফেস প্রো ৩-এর সঙ্গে তুলনীয়। এর অপারেটিং সিস্টেম হিসেবে আছে উইন্ডোজ ৮। প্রসেসর-ইন্টেল এটম কোয়াড কোর ১.৩৩ গিগাহার্টজ, র্যাম ২ গিগাবাইট, এলপিডিডিআর৩ডিসপ্লে ১০.১ ইঞ্চি, ক্যামেরা ৫ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্টোরেজ ১২৮ গিগাবাইট, ব্যাটারি আট ঘন্টাওএস উইন্ডোজ ৮.১। লেনোভো মিক্স ২-এর দাম ৪৫,৫০০ টাকা। সনি ভাইও ট্যাপ ১১উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমচালিত সনি ভাইয়ো ট্যাপ ১১ একটি সেরা বহনযোগ্য পিসি। এতে রয়েছে বড় উচ্চ রেজুলিশনের স্ক্রিন ও ইন্টেল কোর আই সিরিজ সিপিইউ। আর বাজারের অন্যতম হালকা ও পাতলা ডিভাইস এটি। এর সঙ্গে রয়েছে ব্লুটুথ কানেকশনযুক্ত ম্যাগনেটিক কিবোর্ড। এছাড়াও সঙ্গে থাকছে একটি স্টাইলাস। প্রসেসর ইন্টেল পেন্টিয়াম ৩৫৬০ওয়াই ডুয়েল কোর ১.২০ গিগাহার্টজ র্যাম ৪ গিগাবাইট ডিডিআরথ্রিএল ১৬০০ মেগাহার্টজ ডিসপ্লে ১১ ইঞ্চি, ক্যামেরা ৮ মেগাপিক্সেল রিয়ার, এইচডি ওয়েবক্যাম ফ্রন্ট ক্যামেরা, ১২৮ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ, সর্বোচ্চ ৬ ঘন্টা ব্যাটারি সার্পোট, ওএস উইন্ডোজ ৮.১, সনি ভাইও ট্যাপ ১১-এর দাম ৯৩,০০০ টাকা। আসুস ট্রান্সফরমার প্যাড অ্যান্ড্রয়েড ট্যাবলেট-হাইব্রিড প্রযুক্তির অন্যতম সেরা পণ্য আসুস ট্রান্সফরমার প্যাড টিএফ১০৩। ১০ ইঞ্চি ট্যাবলেটটিতে রয়েছে আসুসের বেশ কিছু ফ্রি অ্যাপ। এ ছাড়াও ট্যাবলেটটির সঙ্গে পাবেন বিনামূল্যের ক্লাউড স্টোরেজ সার্ভিস ও অডিও এনহ্যান্সিং অ্যাপ। এ ট্যাবলেটটির অন্যতম বৈশিষ্ট্য হলো দ্রুত কিবোর্ডটি এতে সংযুক্ত কিংবা বিচ্ছিন্ন করা যায়। প্রসেসর ইন্টেল এটম বে ট্রেইল কোয়াড কোর ১.৮৬ গিগাহার্টজ, র্যাম ১ গিগাবাইট, ডিসপ্লে ১০.১ ইঞ্চি (১২৮০ী৮০০) ক্যামেরা ৫ মেগাপিক্সেল রিয়ার, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট, স্টোরেজ ১৬ গিগাবাইট বিল্ট-ইন (সর্বোচ্চ ৬৪ গিগাবাইট), ব্যাটারি সর্বোচ্চ ৬ ঘন্টা, ওএস অ্যানড্রয়েড আসুস ট্রান্সফরমার প্যাড টিএফ১০৩-এর দাম ৩৭,৮০০ টাকা। মাইক্রোসফট সারফেস প্রো ৩মাইক্রোসফট সারফেসের এ ডিভাইসটি যেমন আকর্ষণীয় তেমন এর কিবোর্ডটিও চোখ রাঙ্গানো। আর এর সঙ্গে আসা উইন্ডোজ ৮.১ স্লেট অপারেটিং সিস্টেমটি ব্যবহারও একটি দারুণ অভিজ্ঞতা দেয়। এর স্ক্রিন বড় ও পাতলা। আর সঙ্গে থাকছে একটি ব্লুটুথ কলম। প্রসেসর চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই ফাইভ, ৮ গিগাবাইট র্যাম, ডিসপ্লে ১২ ইঞ্চি, মাল্টি টাচ ক্যামেরা ৫ মেগাপিক্সেল রিয়ার, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট, ২৫৬ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ, সর্বোচ্চ ৯ ঘন্টা ব্যাটারি সার্পোট, ওএস উইন্ডোজ ৮.১ প্রো, মাইক্রোসফট সারফেস প্রো ৩-এর দাম এক লাখ ৩২ হাজার টাকা (২৫৬ গিগাবাইট), এক লাখ ১০ হাজার টাকা (১২৮ গিগাবাইট)। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০.৫ ইঞ্চির ডিসপ্লে সমৃদ্ধ দক্ষিণ কোরিয়া স্যামসাং কোন অংশে পিছিয়ে নেই। সম্প্রতি তারা বাজারে এনেছে গ্যালাক্সি ট্যাব এস। এসেই প্রযুক্তিপ্রমীদের মন জয় করতে সমর্থ হয়েছে এই টেক জায়ান্ট। প্রসেসর স্ন্যাপড্রাগন ৮০০ কোয়াড কোর ২.৩ গিগাহার্টজ৩ গিগাবাইট র্যাম, ডিসপ্লে ১০.৫ ইঞ্চি, সুপার অ্যামোলেড, ক্যামেরা ৮ মেগাপিক্সেল রিয়ার, ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট, ৩২ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ, সর্বোচ্চ ১১ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, ওএস অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪.২, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস-এর দাম ৫৪,৯০০ টাকা (১০.৫ ইঞ্চি), ৪৪,৯০০ টাকা (৮.৪ ইঞ্চি)।