বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে ‘কৃষিই সমৃদ্ধি’ শ্লোগান নিয়ে সম্পন্ন হলো ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার। সোমবার বিকেলে উপজেলা মিলনায়তন হলে উপজেলা কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলাটি সহযোগিতা করেছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এবং বাস্তবায়ন করেছে দিরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমাপনী অনুষ্ঠানে বক্তাগণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন, সম্প্রসারণ ও ফলন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। পরে শ্রেষ্ঠ কৃষকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।