শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও মোহাম্মদপুরে তিনজনকে কুপিয়ে আহত করার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম।
রাজধানীর মোহাম্মপুরে ব্লগার অভিজিৎ রায়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে লালমাটিয়ায় কুপিয়ে হত্যা করতে না পারলেও প্রায় এক ঘণ্টার ব্যবধানে শাহবাগে তার আরেক প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দায় স্বীকার করে তারা। বিবৃতিতে বলা হয়, আনসার-আল-ইসলাম (আল কায়দা ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ শাখা) এর মুজাহিদিনরা আল্লাহ ও তার রাসুল এবং ইসলামের দুশমন টুটুল ও ফয়সাল আরেফিন দীপনের উপর হামলা চালিয়েছেন। ওই বিবৃতিতে আরো বলা হয়, আল্লাহ ও তার রাসুল এবং ইসলাম রক্ষার্থে আমরা এ দায় স্বীকার করছি।