শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে ৬ নভেম্বর শুক্রবার সিলেট নগরীর প্রায় দু’শত মসজিদে একযোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান রাখেন সম্মানিত ইমাম-খতিবগণ। খতিবগণ বয়ানে বলেন, যথাযথ ভাবে নামাজ আদায় করলে নামাজই মানুষকে সব রকমের সমাজ ও রাষ্ট্র বিরোধী কাজ থেকে নিরাপদ রাখতে পারে। নামাজ মানুষকে বিনয়ী করে। পরমত সহিষ্ণুতা শেখায়। নামাজ পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। তাই নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হলে তৃণমূল থেকে সকল পাপাচার রোধ করা সম্ভব হবে। ইমামগণ আরো বলেন, বোমা মেরে মানুষ হত্যা করা ইসলাম সমর্থন করেনি। পাশাপাশি যেকোন ধরনের উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদের ঠাই ইসলামে নেই। ইসলাম শান্তির ধর্ম, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত শান্তির অনুপম শিক্ষা ইসলাম দিয়েছে। আরব বিশ্বে যখন অশান্তির মাত্রা নাগালের বাইরে গিয়েছিল তখনই ইসলামের বাণী নিয়ে হযরত মুহাম্মদ (সা) এর আগমন হয়েছিল। বিশ্বনবী সা. তাঁর চরিত্র মাধুর্য দিয়ে বিশ্ব জয় করতে সক্ষম হয়েছিলেন। ইমাম খতিবগণ আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা ভুল পথে রয়েছে। তারা বিপদগামী। এদের অপকর্মের মাধ্যমে আজ ইসলাম কলুষিত হচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এবং জঙ্গি ও সন্ত্রাস দমনে ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরতে হবে। চরিত্রবান প্রজন্ম গড়ে তুলতে হলে পরিবারিক ভাবে ইসলামের সুশিক্ষিা দেওয়ার আহবান জানান।