রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সর্বোচ্চ সহায়তা দেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকরা সহযোগিতা পাবেন। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টায় জেলার দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙ্গে যাওয়া বৈশাখীর বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন উপমন্ত্রী।
পরিদর্শনকালে উপমন্ত্রীর সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. ফজলুর রশিদ, পাউবোর উত্তর-পূবাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।
এদিকে, নদ-নদীর পানি কিছুটা কমেছে। তবে, ফাটল দেখা দেয়া বাঁধ মেরামত কাজ করছেন কৃষক ও প্রশাসন লোকজন।
প্রসঙ্গত, গত ৭ দিনে পাহাড়ি ঢল হাওরের পানি বৃদ্ধি পেয়ে ৮টি বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে প্রান্তিক কৃষকের ১০ হাজার হেক্টরেরও বেশি বোরো ফসল।