মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে এতিম, বিধবা ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড় গ্রামের জামে মসজিদের সামনে ৩৫ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
সূত্র জানায়, লন্ডন প্রবাসি মাওলানা আব্দুল মুছাব্বিরের উদ্যোগে ও হাজী মুহাম্মদ দরবারের অর্থায়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার এতিম, বিধবা ও অসহায়দের মধ্যে ২ লিটার সোয়াবিন, ২ কেজি চিনি, ২ কেজি ময়দা, ২ কেজি পিয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি রসুন, ১ কেজি লবণ, ১ কেজি লাচ্ছি, ২শত গ্রাম মরিচ, ২শত গ্রাম হলুদ, ২শত গ্রাম ধনিয়া দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শায়েখ মাওলানা আবুল কাসেম চাতলপাড়ি, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান, ক্বারী আব্দুর রহিম, ক্বারী আনোয়ার খান, আব্দুল কাইয়ুম, আতাউর রহমান, মৌলভী জাকয়াল আহমদ প্রমুখ।