মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি শহরের তবলছড়ি ওয়াপদা কলোনী থেকে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যাক্তিকে আটক করেছে। তার নাম মোঃ ফিরোজ (২৮)। রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাঙামাটি কোতোয়ালী থানার অদূরে তবলছড়ি ওয়াপদা কলোনী এলাকায় রোববার সকাল আনুমানিক ৮টার সময় একটা পার্ক করা সিএনজি অটোরিক্সায় ১৬ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণকালে স্থানীয়রা এক যুবককে ধরে পুলিশে দিয়েছে। ধর্ষণকারী সন্দেহে আটক মোঃ ফিরোজ স্থানীয় রেজাউল করিম’র ছেলে। সে ২ সন্তানের জনক।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অবিযুক্ত ব্যক্তি ও ভিকটিমকে থানায় আনা হয়েছে। মামলা এবং ভিকটিম’র ডাক্তারী পরীক্ষার প্রস্তুতি চলছে।