মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে লিটন মিয়া (৪০) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত লিটন মিয়া সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামের সুরুজ মিয়া ছেলে।
জানা যায়, লিটন মিয়া বুধবার (২১ জুন) সন্ধ্যায় দাড়াইন নদী সংলগ্ন সুলতানপুর পূর্বের হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রীর বড়ভাই বোরহান মিয়া বলেন, লিটন মিয়া সন্ধ্যায় আমাদের পূর্বের হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাবিব মিয়া বলেন, আমাদের গ্রামের পূর্বের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন লিটন মিয়া। আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামের সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪০)। সে বিগত ১০ বছর পূর্বে আমাদের গ্রামে বিবাহ করে স্থায়ীভাবে বসবাস করছে।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে লিটন মিয়ার মৃত্যুর ঘটনা আমি শুনেছি।