বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
লাকড়ি মিলের বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজারে।
গ্রামবাসি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাজারের জমির হোসেনের লাকড়ি মিলে শ্রমিক হিসেবে কাজ করত একই গ্রামের রিজিক মিয়ার ছেলে আতিকুল ইসলাম (২৫)। সেখানে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সহকর্মীদের সহায়তায় তাকে মিল থেকে বের করে আনা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকায় মেইন সুইচ বন্ধ করেও তাকে বাঁচানো যায়নি। পরে স্থানীয় ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ছামিন নুর দিরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আতিকুল ইসলামের লাশ বাড়িতেই ছিল।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ঘটনার খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ দাফন করা হবে। পাশাপাশি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।