শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরে থাকতে কারাগারে প্রবেশ করেছেন দুই ম্যাজিস্ট্রেট ও আইজি প্রিজন। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে কারাগারে প্রবেশ করেন আইজি প্রিজন ব্রি. জে. সৈয়দ ইফতেখার উদ্দিন। এর আগে দু’জন ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ও মোহাম্মদ মুশফিক প্রবেশ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাঁসি কার্যকরের সময় উপস্থিত থাকবেন, এডিশনাল আইজি প্রিজন, সিনিয়র জেল সুপার, জেলার, ডেপুটি জেলার, সিভিল সার্জন, জেলা প্রশাসক বা তার প্রতিনিধি, কারা চিকিৎসক, ডিএমপি কমিশনারের প্রতিনিধি, লালবাগ জোনের ডিসি ও র্যাবের প্রতিনিধি।