সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সারাদেশে অনিয়ম আর সহিংসতার মধ্যে দেশে প্রথমবারের মত দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর ফলাফল আসতে শুরু করেছে। দেশে মোট ২৩৪টির মধ্যে ৩৮টি পৌরসভার বেসরকারি ফল এখন পর্যন্ত পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ ১২৬, বিএনপি ১১, জামায়াতে ইসলামী ১ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন যার ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করতে শুরু করেছেন।