বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এবারের নির্বাচনে ধানের শীষের ভরাডুবি হয়েছে। ধান সব চিটা হয়ে গেছে। খালেদার ভুল রাজনীতির কারণেই তার দলের সমর্থন ও ভোট কমেছে।’ রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত বলেন, ‘খালেদা জিয়ার হঠকারী ও ভুল রাজনীতির কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে।’ তিনি খালেদা জিয়াকে ভুল রাজনীতি ত্যাগ করে দেশের বৃহত্তর স্বার্থে স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক ও সহনশীলতার ধারায় ফেরার আহ্বান জানান এই আওয়ামীলীগ নেতা। ‘এতে সমর্থনও বাড়বে, ক্ষমতাও আসবে। সুস্থ রাজনীতিতে ফিরে এলে আপনারা সরকার ও প্রশাসনের সমস্ত সহায়তা পাবেন’, বলেন সুরঞ্জিত। একই অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সরকারের পতন চাইতে গিয়ে ইতোমধ্যেই বিএনপির পতন হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘নতুন বছরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে’-এমন বক্তব্যের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। হাচান মাহমুদ বলেন, ‘একটি দল যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তার বহিঃপ্রকাশ দেখেছি ৩০ তারিখের পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি দেখে।’ জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন-আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা, আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।