বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সৌদিআরবে প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ নিমর ছিলেন ২০১১ সালে পূর্বাঞ্চলীয় প্রদেশে শুরু হওয়া মসরকার-বিরোধী আন্দোলনের একজন প্রকাশ্য সমর্থক। ওই প্রদেশে বহু আগে থেকেই শিয়া সম্প্রদায় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছিলো।
দু’বছর আগে শেখ নিমর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হন। ওই ঘটনার সময় টানা কয়েকদিন উত্তেজনা বিরাজ করে দেশটিতে। গত অক্টোবরে শেখ নিমরের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দেয়া হয়। নিমরের ভাই জানান, সৌদি সরকারের বিরুদ্ধে গিয়ে নিরাপত্তা বাহিনীর বিপক্ষে লড়ার জন্য অস্ত্র তুলে নেয়ার এবং ‘বিদেশি সহায়তা’ লাভের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়।