মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ধর্মপাশা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর হাতে তোফায়েল আহমদ ওরফে চঞ্চল (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। তার বাবার নাম নুরুল ইসলাম। উপজেলার মির্জাপুর গ্রামে তাদের বাড়ি। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আমিরুল ইসলাম বাবুকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে পাওনা টাকা চাইতে আমিরুল ইসলাম ওরপে বাবু তোফায়েলের বাড়িতে আসে। পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তোফায়েলকে এলোপাতাড়ি চুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামবাসী ঘাতক আমিরুলকে চুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।