শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোরশেদুল আলম (৩০), তাসলিমা আক্তার, লামিয়া আক্তার, শান্ত (১০), সুমাইয়া (৫)। তারা ওই এলাকার ইসমাইল হোসেনের বাসায় ভাড়া থাকতেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশের পর শনিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহজালালসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত হন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহতের লাশ উদ্ধারের চেস্টা করা হয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার ডিউটি অফিসার আব্দুস সাত্তার শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে উর্ধ্বতন কর্মকর্তাগণ গিয়েছেন। বিস্তারিত তথ্য পাওয়ার পর জানানো হবে বলে জানান তিনি।