রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : ঢাকাস্থ টঙ্গির ময়দানে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখলিছ মিয়া (৬০) নামে সুনামগঞ্জের দিরাই উপজেলার এক মুসুল্লি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দিরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের সুজানগর গ্রামের মৃত তবারক মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিতে কয়েক দিন আগে তিনি টঙ্গির ইজতেমা ময়দানে যান। শনিবার দিবাগত রাত ১১টায় সেখানেই মারা যান। আজ বেলা ৩টায় নিজ গ্রামে নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলেও জানান পরিবারের লোকজন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার ইন্তেকালে পরিবারে শোকেরছায়া নেমে এসেছে।