রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকাল ২টায় উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার মাঠে ম্যানেজিং কমিটির সদস্য নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আক্তার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেন, থানার ওসি আল-আমিন, আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল হক, আরবি প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক সোহেল তালুকদার। সভায় অন্যান্যের মধ্যে আরবি প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান, প্রভাষক এমদাদুল হক, আজিজুল হক মণ্ডল, আব্দুল আলীম, সহকারি মৌলভী রুহুল আমিন, সহকারি শিক্ষক হারুনুর রশিদ, আমিনুল হক, রুকেয়া বেগম, শফিকুল ইসলাম, জামাল উদ্দিন, কাজী মফিজুর রহমান, সহকারি শিক্ষক নুর আলম, অভিভাবক মাস্টার ইলিয়াছুর রহমান, আবদাল মিয়া, হাফিজ মোঃ আবু তাহের প্রমূখ বক্তব্য রাখেন।