সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই নিজের জন্য ‘চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বের হয়ে আজ রাত পৌনে ১০টার দিকে তিনি একথা বলেন। দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মির্জা ফখরুল। আদালত দুপুরে জামিন নাকচ করে বিকেলে তা মঞ্জুর করেন। তিন ঘণ্টা জেলে থাকার পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মুক্ত হয়ে খালেদা জিয়ার বাসায় যান। খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। দায়িত্ব পালনে দলের নেতাকর্মী ও দেশবাসীর সহযোগিতা চান তিনি। ফখরুল বলেন, তার উপর অর্পিত দায়িত্ব তিনি সততার সঙ্গে পালন করবেন।