রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : সহিংসতা উসকে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করার জন্য হোয়াইট হাউজ বরাবর একটি আবেদনে করেছে। এতে প্রায় ১ লাখের বেশি লোক স্বাক্ষর করেছেন। কিন্তু যুক্তরাষ্টের নিয়ম অনুযায়ি কোন আবেদনে ১ লাখ স্বাক্ষর পড়লে তাতে সরকারিভাবে বক্তব্য দেয়ার নিয়ম থাকলেও শুক্রবার আবেদনটি বন্ধ করে দিয়েছে হোয়াইট হাউজ। এ ব্যাপারে কোনো মন্তব্য করতেও রাজি হয়নি সংশ্লিষ্টরা। আমরা জনগণ কর্তৃক গত ১৩ মার্চ দাখিল করা আবেদনে সংক্ষিপ্ত যুক্তি ছিল ট্রাম্প ‘তার সমর্থকদের সহিংসতায় উসকানি দিচ্ছেন। এজন্য তাকে গ্রেপ্তার করে বিচার করতে হবে।’ মার্কিন সুপ্রিম কোর্টের ১৯৬৯ সালের এক রায়ে বলা হয়, সংবিধানে বাক স্বাধীনতা স্বীকৃত থাকলেও সহিংসতায় উসকানি কিংবা আইনশৃঙ্খলা ভঙ্গের আসন্ন হুমকি থাকলে তা বে-আইনি। আবেদনে ১,০১,৪৯১ জন স্বাক্ষর করলেও ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতায় উসকানির কোনো সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়নি। হোয়াইট হাউজ বলছে, এ ধরনের অভিযোগ দাখিল আমরা জনগণের’ এখতিয়ার বহির্ভূত। সূত্র: এনবিসি নিউজ