মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: কাশ্মীর নিয়ে পাক ভারত উত্তেজনায় ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের বের করে দেয়ার সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেন বলিউডের বিখ্যাত অভিনেতা ওমপুরী। তিনি ঘোষণা করেন, আমি পাকিস্তানিদের সঙ্গে অভিনয় করবো। আর ভুলে গেলে চলবে না ভারতে ২২ কোটি মুসলমান রয়েছে। মঙ্গলবার ভারতীয় এক চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন তিনি। ওমপুরী তার সাক্ষাৎকার নেয়া সাংবাদিকের উপরও বেশ চটেছেন। ক্ষুব্ধ ওমপুরী বলেন, আপনারা কি চান ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আর ফিলিস্তিন হয়ে যাক? বছরে পর বছর ধরে যুদ্ধ লেগে থাকুক? ভুলে যাবেন না ভারতে ২২ কোটি মুসলমান রয়েছে। তিনি ভারতীয় মুসলিম অভিনেতাদের হেনস্থার বিরুদ্ধেও কথা বলেন। মিডিয়াকে একহাত নিয়ে ওমপুরী বলেন, কেন আপনারা সালমান খানের ওপর বৈষম্যের নিউজ করেন।