মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে মানব পাচারকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করেছে দিরাই থানা পুলিশ। সে উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের আবু সোনাইয়ের ছেলে লেছু মিয়া (৫০)। রাজানগর ইউনিয়নরে গ্রাম পুলিশ রন্নারচরের শুকুর আলীর মেয়ে রুবিনা বেগমের অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাজানগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে লেছু মিয়া ও তার সাথে জড়িতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দিরাই থানা ৭নং মামলায় লেছু মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।