বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ১৮ থেকে ২০শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর এ সফরে যাওয়ার কথা ছিলো। তবে সরকারি সূত্রে সর্বশেষ জানা গেছে, এখনই এ সফর হচ্ছেনা। সফরের জন্য নতুন তারিখ খোঁজা হচ্ছে। জানুয়ারিতে এ সফর হতে পারে। এদিকে, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর আগামীকাল ঢাকা আসছেন। গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট সম্মেলনে যোগ দিবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।