রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: মঙ্গলবার ৩১ জানুয়ারি ইস্ট লন্ডন মসজিদে মদিনার (মসজিদে নওয়াবীর) সুনামখ্যাত মুয়াজ্জিন শেখইয়াদ মাদানী এক সংক্ষিপ্ত সফরে আসেন। তিনি এখানেএসে প্রথমে সুললিত কণ্ঠে মাগরিবের আজান ও একামত দেন। শেখইয়াদ মাদানীর আগমনের সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তে ইস্ট লন্ডন মসজিদ কানায়কানায় পূর্ণ হয়েযায়। বাদ মাগরিব শেখইয়াদ উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নাছিহামূলক বয়ান রাখেন। শেখ বলেন মুসলমানেরা পরস্পর ভাইভাই এবং একটি বডির মত। শরীরের কোথাও ব্যথা পেলে সারা শরীরে যেমন অনুভুত হয়। মুসলমানদের সম্পর্ক ঠিক তেমনি। তিনি আমাদেরমাঝে পারস্পপারিক শ্রদ্ধা, ভালবাসা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য কাজ করার আহবান জানান। সেই সাথে মুসলমানেদর মধ্যে বেশি বেশি করে সালামকালামের প্রচলন বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। শেখইয়াদ মাদানী আরবীতে বয়ান করেন এবং তারইংরেজী তরজমা করেন ইস্ট লন্ডন মসজিদের প্রধানখতিব শাইখমাওলা না আব্দুল কাইউম। পরে শেখ ইয়াদ অনেকের সাথে মুসাফা করেন এবং বিদায় নেন।