আমার সুরমা ডটকম: সিলেট মহানগরীর নাগরিকবৃন্দের জন্য সুয়ারেজ ট্যাংক পরিস্কারের ক্ষেত্রে নতুন সুবিধা চালু করেছে সিলেট সিটি কর্পোরেশনের পরিবহন শাখা। ভ্যাকুয়াম ট্যাংকার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সুয়ারেজ ট্যাংক পরিস্কার করার জন্য ভ্যাকুয়াম ট্যাংকারযুক্ত বিশেষ গাড়ী যোগ হয়েছে সিটি কর্পোরেশনের পরিবহন শাখায়। এই গাড়ীর মাধ্যমে খুব তাড়াতাড়ি এবং সহজেই কোন পরিচ্ছন্নতাকর্মী ব্যতীত (সুইপার ছাড়া) সুয়ারেজ ট্যাংকার পরিস্কার করা যাবে। সপ্তাহে ৭দিন সম্মানিত নাগরিকবৃন্দ এই সুবিধা গ্রহন করতে পারবেন এই তথ্য উল্লেখ করে সিটি কর্পোরেশনের পরিবহন শাখা জানিয়েছে, ভ্যাকুয়াম ট্যাংকার পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় সুয়ারেজ ট্যাংক পরিস্কার করে। কোন বাসাবাড়ির কিংবা প্রতিষ্ঠানের সুয়ারেজ ট্যাংক পরিস্কারে আগ্রহীদেরকে সিলেট সিটি কর্পোরেশনের পরিবহন শাখায় যোগাযোগ করতে হবে। প্রতিটি সুয়ারেজ ট্যাংক পরিস্কারের জন্য ভ্যাটসহ ফি নির্ধারিত হয়েছে ৫ হাজার ৭শ ৫০ টাকা। মিউনিসিপ্যাল গর্ভনেন্স সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) আওতায় প্রদত্ত এই ভ্যাকুয়াম ট্যাংকারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা সাড়ে ৩ হাজার লিটার। যোগাযোগের ঠিকানা উপ সহকারী প্রকৌশলী (পরিবহন) আবুল ফজল খোকন মোবাইলন নং ০১৭১১২৮০৬৪৮, ০১৭১৬০৯৩৮৩৬, উপ-সহকারী তানভীর আহমদ তানিম মোবাইল-০১৭১৬০৯৩৮৩৬।