সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারনে রোগীদের ভোগান্তি চরমে উঠেছে। বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেয়ার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল থেকে এই কর্মবিরতি চলছে। সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নরা এ কর্মবিরতি পালন করছেন। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করে বলেছেন তাদের দাবী মানা না হলে তারা এ কর্মবিরতি চালিয়ে যাবেন।