শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
বারবার বিধ্বস্ত হচ্ছে এফ-৩৫ যুদ্ধবিমান, প্রযুক্তির সাফল্য না ব্যর্থতা? পাকিস্তান জমিয়তের জেনারেল সেক্রেটারির সাথে ইউ.কে জমিয়তের বৈঠক ইউকে জমিয়তের সম্মেলনে জুনায়েদ আল হাবীব : স্বাধীনতা, ইসলাম আর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস বাংলাদেশে হতে দেওয়া হবে না: সুনামগঞ্জ জেলা জমিয়ত জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে: সিলেটে জমিয়তের গণমিছিলে বক্তারা পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতেই দেশ বিরোধী চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার: জমিয়ত দিরাই-মদনপুর সড়কে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ দিরাইয়ে পুকুরে কাইয়ুম ও হাওরে আসাদের লাশ উদ্ধার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মাওলানা শুয়াইব আহমদের সাথে মতবিনিময় আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন

ইসলামের পথে পাকিস্তানি অভিনেত্রী

আমার সুরমা ডটকম ডেস্কশোবিজ অঙ্গন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী এবং টিভি হোস্ট নূর বুখারী (৩৫)। সম্প্রতি হিজাব পরা কয়েকটি ছবি প্রকাশ করেন নূর বুখারী। জনপ্রিয় এই অভিনেত্রী নিশ্চিত করেছেন- তিনি ভবিষ্যতে কোনো সিনেমা বা টিভি শো করবেন না। মাত্রই কয়েক সপ্তাহে আগে নূরের চতুর্থ স্বামী গায়ক ওয়াহিদ হামিদ আলী খানের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি এই সিদ্ধান্তটি নিলেন।

নূর বুখারী বলেন, ‘আমি এমন একটি সময় অতিক্রম করছিলাম; যেটি মানসিক আঘাত এবং অন্যান্য কষ্টের সঙ্গে জড়িত। আমি এ সম্পর্কে আর ভাবতে চাই না।’ নূর বলেন, ‘ইসলামের পথে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ট হওয়ার বিষয়টি আপনি চাইলেই বাছাই করে নিতে পারেন না, বরং আল্লাহই আপনাকে পছন্দ করে নেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে পছন্দ করেছেন।’

নূর বুখারী এখন নিয়মিত হিজাব পরছেন। হিজাব ছাড়া ঘর থেকে বাইরে হন ন। নূর ২০০০ সালে শান শহিদের বিপরীতে মুজে চান চাহিয়া ছবিতে অভিনয় করে পাকিস্তানের শীর্ষ অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন। এরপর টানা কয়েক বছর তার অভিনয় করা একাধিক সিনেমা ব্যবসা সফল হয়। এ ছাড়া নূর নাট্য শিল্পের সঙ্গে জড়িত উফ ইয়াহ লারিকিয়ান এবং মেরে আগনে মেইন এর মতো প্রকল্পগুলোতে কাজ করেছেন। তিনি টিভি অনুষ্ঠান মনিং শো উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি বলেন, ‘আমি একজন পরিবর্তিত নারী। আমার দর্শনসমূহও পরিবর্তিত হয়েছে। আমার পরিশ্রম আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে এবং আমি আমার এই রূপান্তর সবার সঙ্গে ভাগ করে নেয়া্র পাশাপাশি এই পথ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই। আমি ধর্মীয় অনুষ্ঠান করবো। বিশেষত ইসলামিক প্রক্রিয়ার মধ্যে ইসলাম গ্রহণ সম্পর্কে শিখব।’

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com