মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেয় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু। ২৫ নম্বর ওয়ার্ডের নুরানী বহুমুখী মাদ্রাসা কেন্দ্রে এমন ঘটনা ঘটে বলে গণমাধ্যমে খবর বের হয়। ওই শিশু ভোট দিয়ে নির্বাচন কমিশনের মুখে কালিমা লেপে দিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
১ জুলাই, রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রফিকুল সাংবাদিকদের এমন কথা বলেন।
৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন। এই তিন সিটি নির্বাচনে অনিয়ম হলে গাজীপুর সিটির মতো ভোট স্থগিত করে দেবেন বলেও জানান এই কমিশনার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘অবাধ ও সুষ্ঠু-এই যে শব্দগুলো বলা হয়, আমরা কিন্তু মানুষ…। গত খুলনা সিটির নির্বাচনে বাবার সাথে একটি দুই বছরের শিশু গেল ভোট কক্ষে। ভোট কক্ষ থেকে বের হয়ে শিশুটি উল্লাস প্রকাশ করতে করতে বলতে থাকে, সে ভোট দিয়েছে। এটা কিন্তু আমাদের উপরে একটা কালিমা লেপে দিয়েছে। কিন্তু আসল বিষয় তো, সে তার বাবার সাথে ভোট দিতে গেছে।
সুষ্ঠু ও আইনানুগ নির্বাচনের ভেতরে কিছুটা হলেও কনফ্লিক্ট আছে। আমরা দেখছি, নির্বাচন আইনানুগ হয়েছে কি না। আমরা আইনের মধ্যে থাকতে চাই। আর সুষ্ঠু নির্বাচনের কিন্তু সঠিক কোনো ডেফিনেশন নেই।’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোলিং এজেন্টদের তুলে অন্য এলাকায় নিয়ে ছেড়ে দিয়েছে, এমন তথ্য গণমাধ্যমে আসে। এ ক্ষেত্রে আইনানুগ শব্দটা প্রশ্নবিদ্ধ হয় কি না, জানতে চাইলে এই কমিশনার বলেন, ‘আপনারা ওই পোলিং এজেন্টদের নামের তালিকা দেন আমাদের কাছে। তারা ওই সকল কেন্দ্রের জন্য নিয়োগপ্রাপ্ত ছিল কি না, সেটা জানান। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’
গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ‘তিনি যদি তথ্য-উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করেন এবং কেন এই মন্তব্য করেছেন তা বলেন, তাহলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু কেউ যদি বলে আইনানুগ হলেও অবাধ ও সুষ্ঠু হয়নি, তাহলে আমাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ডেফিনেশনটা দিতে হবে। সেই ডেফিনেশনটা আবার সবার কাছে গ্রহণযোগ্য কি না, সেটা কিন্তু একটি বিরাট ব্যাপার।’