আল এহসান একাডেমি লেস্টার-এর আয়োজনে এক ইসলামী সম্মেলন গত ৩০ জুলাই, মঙ্গলবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত একাডেমি প্রাঙ্গণে অত্যন্ত সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সভাপতিত্ব করেন আল এহসান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি হিফজুর করীম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি তাঁর বক্তব্যে ইসলামী ঐক্যের অপরিহার্যতা, তরবিয়তের গুরুত্ব এবং সমসাময়িক সময়ে উম্মাহ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা নিয়ে অত্যন্ত প্রাঞ্জল, সুস্পষ্ট এবং হৃদয়ছোঁয়া আলোচনা পেশ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম, বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, হাফিজ মাওলানা শায়েখ সৈয়দ জুনায়েদ আহমদ, মাওলানা শাহ মাশুকুর রশীদ এবং হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ প্রমুখ।
সম্মেলনে লেস্টার ছাড়াও অন্যান্য শহর থেকে আগত উলামায়ে কেরাম এবং সাধারণ মুসল্লিদের উপস্থিতি প্রোগ্রামটিকে আরও বরকতময় ও সফল করে তোলে। উলামায়ে কেরামগণ তাদের বক্তব্যে ইসলামী মূল্যবোধ, আদব, আখলাক ও সমাজে দ্বীনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।