বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
পাকিস্তান জমিয়তের জেনারেল সেক্রেটারির সাথে ইউ.কে জমিয়তের বৈঠক ইউকে জমিয়তের সম্মেলনে জুনায়েদ আল হাবীব : স্বাধীনতা, ইসলাম আর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস বাংলাদেশে হতে দেওয়া হবে না: সুনামগঞ্জ জেলা জমিয়ত জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে: সিলেটে জমিয়তের গণমিছিলে বক্তারা পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতেই দেশ বিরোধী চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার: জমিয়ত দিরাই-মদনপুর সড়কে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ দিরাইয়ে পুকুরে কাইয়ুম ও হাওরে আসাদের লাশ উদ্ধার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মাওলানা শুয়াইব আহমদের সাথে মতবিনিময় আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: ইউকে জমিয়ত
ইউকে জমিয়তের সম্মেলনে জুনায়েদ আল হাবীব : স্বাধীনতা, ইসলাম আর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই

ইউকে জমিয়তের সম্মেলনে জুনায়েদ আল হাবীব : স্বাধীনতা, ইসলাম আর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই

amarsurma.com
ইউকে জমিয়তের সম্মেলনে জুনায়েদ আল হাবীব : স্বাধীনতা, ইসলাম আর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আগামীর বাংলাদেশ গঠনে আমাদের করণীয় শীর্ষক মহাসম্মেলন ২৭ জুলাই রবিবার এশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ। পরিচালনার দায়িত্ব পালন করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর চেয়ারম্যান, ইউরোপ জমিয়তের উপদেষ্টা মাওলানা হাফিজ শামছুল হক, মুখ্য আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সম্মেলনে আলোচনায় অংশ নেন ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, ইউকে জমিয়তের সহ- সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা আশফাকুর রহমান, ইটালী জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফীজ মাওলানা আরিফ আহমদ, ইউকে জমিয়তের সহকারী প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউকে জমিয়তের ট্রেজারার হাফীজ রশিদ আহমদ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, বিগত ১৫ বছর ছিল আলেম সমাজের জন্য নিপীড়ন, অপমান আর রক্তাক্ত ইতিহাস। এই সময়ে মসজিদের মিম্বর ছিল অনিরাপদ, ওয়াজের ময়দান ছিল চোখ রাঙানির শিকার। আলেমদের বিরুদ্ধে চলে নির্মম হামলা, গ্রেফতার ও অপমানের ধারাবাহিকতা। শাপলা চত্বরে লক্ষাধিক গুলি চালিয়ে আলেমদের রক্তে রঞ্জিত করা হয়। ২০২১ সালে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন শুরু হয়, তখন বহু নেতা-কর্মীকে গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ডে নির্যাতন চালানো হয়। ভারতের মুধী বিরোধী প্রতিবাদেও গুলি করে হত্যা করা হয় অনেক নিরীহ মুসলমানকে। শুধু তাই নয়, দেশের গর্ব সৈনিকদের পিলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করে, দেশের অস্তিত্বের উপর আঘাত হানা হয়।
তিনি বলেন, শত শত আলেম কারাগারে চোখের জলে, সেজদায় দুআ করেছেন, আল্লাহ সেই কান্না কবুল করেছেন। ২০২৪ সালে ছাত্রদের আবাবীল বানিয়ে, আল্লাহ এই জালিম সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এর ধারাবাহিকতায়, ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, যারা আজ ক্ষমতায়, তারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। তারা বলেছিল, বিচার করবে, কিন্তু এক বছর পেরিয়ে গেলেও শাপলা চত্বরে শহীদ ভাইদের, পিলখানার সেনা কর্মকর্তাদের, এবং ২০২৪ সালের বীর শহীদদের খুনীদের কোনো বিচার আজও আমরা দেখতে পাইনি।
বরং এখন, ‘নারী কমিশন’-এর নামে ইসলাম-বিরোধী রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সরাসরি আমাদের ঈমান, আকিদা এবং চেতনার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। জাতীয় স্বার্থবিরোধী চুক্তি অনুমোদনের অধিকার কোনো অন্তর্বর্তী বা অনির্বাচিত সরকারের নেই। দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে এমন কোনো ম্যাণ্ডেট দেয়নি যে, তারা গোপনে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এমন একপাক্ষিক ও বিভ্রান্তিকর চুক্তি স্বাক্ষর করবে, যার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিচয় হুমকির মুখে পড়বে।
তিনি বলেন, আজ বাংলাদেশকে ঘিরে চলছে গভীর ষড়যন্ত্র। উদ্দেশ্য একটাই, এই ভূখণ্ড থেকে ইসলামকে মুছে ফেলা। নানা পথ, নানা কৌশলে ইসলামকে নিঃশেষ করার চেষ্টা চলছে, আমরা তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই: বাংলাদেশের সংবিধানে ইসলামবিরোধী কোনো বিধান, কোনো ধারা, কোনো আইন আমরা মেনে নেব না। যদি ইসলামের মৌলিক আকিদা বা বিধানের বিরুদ্ধে কোনো আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে তাওহিদি জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই দেশে আর কেউ ইসলামবিদ্বেষী অবস্থান নিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমরা ভবিষ্যতের বাংলাদেশকে দেখতে চাই, ইসলামের বাংলাদেশ হিসাবে।
গত ৫৪ বৎসর আমরা বহু স্লোগান শুনেছি, কেউ বলেছেন “সোনার বাংলা গড়বো”, কেউ বলেছেন “সবুজ বাংলা”, কেউ বলেছেন “ডিজিটাল বাংলাদেশ”, কেউ বলেছেন “স্মার্ট বাংলাদেশ”।কিন্তু এবার আমরা বলছি, ‘ইসলামের বাংলা’ গড়বো। তিনি বলেন, ইসলামকে রক্ষা করতে গিয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান্দান মোবারক শহীদ করেছেন। আজ সেই ইসলাম যদি হুমকির মুখে থাকে, তাহলে আমরাও জান-মাল দিয়ে ইসলাম রক্ষায় ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ।
আমরা চাই ইসলামিক কল্যাণ রাষ্ট্র, এই লক্ষ্যে, দেশে এবং প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে। ‘ইসলামের বাংলা’ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, চলতেই থাকবে। সবশেষে তিনি আহ্বান জানান, শতবর্ষের ঐতিহ্য ও সংগ্রামের পতাকাবাহী কাফেলা জমিয়তে উলামায়ে ইসলাম-এর ছায়াতলে সকল তাওহিদি জনতাকে ঐক্যবদ্ধ হতে।
তিনি বলেন, এই কাফেলাই আমাদের আশার নিশান, এই কাফেলাকেই শক্তিশালী করতে হবে। ইসলামের পক্ষে এই সংগঠনের প্রতিটি পদক্ষেপে আমাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
বিশিষ্ট জনের মধ্যে প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম হাসানা সেন্টারের পরিচালক মাওলানা শাব্বীর আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যে শাখার সহ-সভাপতি মাওলানা নাজীম উদ্দিন, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালীস মিয়া, আলহাজ্ব বশীর উদ্দিন, আলহাজ্ব ইউনুস মিয়া, হাজী আরকুম আলী, আলহাজ্ব মানিক মিয়া, হাজী গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলার শাহ আলম, মুফতি আবদুর রাজ্জাক, লন্ডন মহানগর জমিয়তের সহ-সভাপতি হাফীজ গিয়াস উদ্দিন, নিউহাম জমিয়তের সভাপতি হাফিজ জিয়া উদ্দিন, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের মিডিয়া সেক্রেটারি আরিফ আহমদ,মাওলানা সৈয়দ ছানাওয়ার, মাওলানা আলী আহমদ, সিলেটী অনলাইনের পরিচালক আমিনুর চৌধুরী, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ।
amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com