মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দাতারান মেরদেকা স্কয়ারে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কণ্ঠ মিলিয়েছে। ৯ আগস্ট বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ‘হিউম্যানিটি ফর গাজা (H4G)’ ও ‘মালয়েশিয়ান উলামা অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এই মহাসমাবেশ। হাতে ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। গাজা থেকে সরাসরি সম্প্রচার, বক্তৃতা ও কবিতা পাঠে প্রতিধ্বনিত হয়েছে “Free Palestine” ধ্বনি।
মালয়শিয়া সরকারের মন্ত্রী, উলামা, উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্টজন ও সাধারণ মানুষ সবাই এক কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ। চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৬০,০০০ ফিলিস্তিনি শহীদ, যাদের মধ্যে অসংখ্য শিশু।