বাংলাদেশের মানুষ গত ১৭টি বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গত জুলাই-আগস্ট বিপ্লবে এই জাতি পূণরায় স্বাধীন হয়ে বিপ্লবী সরকার গঠন করে। কিন্তু আজকের জুলাইয়ের আগেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে রাজনৈতিক দল ও গণমানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার একটি দুঃসাহসিক দেশবিরোধী চক্রান্তে মেতে উঠেছে। জাতি কখনো এমনটা আশা করেনি। মানবাধিকার অফিসের নামে দেশ বিরোধী চক্রান্ত খুবই উদ্বেগজনক। নেতৃবৃন্দ হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, মানবাধিকারের নামে দেশ বিরোধী দেশের সার্বভৌমত্ব বিরোধী একটি অনির্বাচিত সরকার চুক্তি করা দেশের বিরুদ্ধে চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে মানবতার নামে জাতিসংঘের এই অফিস স্থাপন করে সমকামিতা ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার সকল ষড়যন্ত্র দেশের বৃহৎ ইসলামিক দল জমিয়তে উলামায়ে ইসলাম দেশবাসীকে সাথে নিয়ে যেকোনো মূল্যে প্রতিহত করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী যেকোনো চক্রান্তই বরদাশত করা হবে না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ ২৫ জুলাই বাদ জুমআ সিলেটের কোর্ট পয়েন্টে জেলা উত্তর, দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী ও উত্তর জেলা সাধারণ সম্পাদক এবাদুর রহমান কাসিমীর যৌথ পরিচালনায় সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ পরবর্তী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর সভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান, উত্তর জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সিলেট নির্বাচনী এলাকার প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী, মেট্রোপলিটন সভাপতি মাওলানা খয়রুল হোসেন, মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমেদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা কারী সিরাজুল ইসলাম,দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমেদ বিশ্বনাথী, মাওলানা আমিনুদ্দিন, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই ও মুতাওয়াকিল বিল্লাহ জালাল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন, মাওলানা হাফেজ আহমদ সগীর বিন আমকুনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল সামাদ, মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা নেয়ামত উল্লাহ খাসদবী, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মহিবুল্লাহ, রেজাউল হক এলএলবি, মাওলানা হাসান আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমেদ চৌধুরী, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসাদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ দিলদার আহমদ, দক্ষিণ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, উত্তর জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, আবু তালহা তোফায়েল, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সাধারণ মাহমুদুল হাসান নোমান, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফা সাদি, গিয়াস উদ্দিন প্রমুখ।