বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দেশের সকল জেলার ন্যায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সিটিটিউট সুনামগঞ্জ জেলা নির্বাহী কমিটির নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সুনামগঞ্জে ২টি প্যানেল প্রচারণা চালাচ্ছে। প্রার্থীরা ভোটারের সাথে যোগাযোগ ও কুশল বিনিময় করে নিজেদের প্যানেলে ভোট প্রার্থনা করছেন। ইতিমধ্যে প্রচারণা একেবারেই জমে উঠেছে। তবে প্রচারণায় সবার চাইতে এগিয়ে আছেন দীপক-টিটু-আজাদ প্যানেলের নেতৃবৃন্দ।
এই প্যানেলের সভাপতি পদে দীপক রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক পদে টিটু তালুকদার, সিনিয়র সহ-সভাপতি পদে জয়ন্ত কুমার দাস, সহ-সভাপতি পদে হীরেন্দ্র চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুনির্মল তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে প্রতাপ চন্দ্র দত্ত, অর্থ সম্পাদক পদে মো. জুয়েল রানা, দপ্তর সম্পাদক পদে মো. আবু তাহের, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক পদে রতীষ চন্দ্র দাস, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক পদে বিদুর চন্দ্র দাস, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে আকলিমা আক্তার আঁখি, মহিলা সম্পাদক পদে রেজিয়া সুলতানা, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. দিলোয়ার হোসেন, নির্বাহী সদস্য পদে বিবেকানন্দ পুরকায়েস্থ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে এই প্যানেলের অধিকাংশ প্রার্থী জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত থাকায় জেলা জুড়ে প্রচারণা চালাচ্ছেন সুবিধা হচ্ছে।
এ ব্যাপারে দীপক-টিটু-আজাদ প্যানেলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ২টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আমরা এগিয়ে আছি। ভোটারদের ব্যাপক উৎসাহ পাচ্ছি। আমি আশাবাদী আমাদের প্যানেল নির্বাচনে জয়লাভ করবে।
এ ব্যাপারে প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার জানান, আমরা ভোটারের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। সবাই আমাদেরকে আশ্বস্থ করেছে। তবে আমরা আশাবাদী নির্বাচনে আমরা জয়ী হবো।