শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জে এই প্রথম বিশাল উৎসাহ উদ্দীপনার মাঝে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পাবলিক লাইব্রেরী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
প্রিডাইটিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবলিক লাইব্রেরীর সভাপতি মো. শামীম আল ইমরানের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সহ-সভাপতি পদে দুইজন, মো. ওয়ালী উল্লাহ সরকার মোবাইল ফোন, মো. ফখরুল ইসলাম তারা মিয়া চেয়ার মার্কা নির্বাচন করেন। মোট ৮১টি ভোটের মাঝে ৬৭ জন ভোট প্রদান করেন ফখরৃল ইসলাম তারা মিয়া ৩৫ ভোট পেয়ে বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে ৩ জন গোলাম সরোয়ার হরিণ, বিপ্লব রায় গরুর গাড়ী, সাফিজ উদ্দিন ছাতা। এরমধ্যে গোলাম সরোয়ার ৪২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৪ জন কাজল কুমার তালুকদার মোমবাতি, মারফত আলী মই, মো. আলী আমজাদ ডাব, মো. শাহীন আলম আনারস মার্কা। এরমধ্যে ২ জন বিজয়ী হয়েছেন কাজল কুমার তালুকদার ৫৩৯ ভোট এবং মো. শাহীন আলম ৩২৯ ভোটে বিজয়ী হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে ২ জন লিপ্টু রঞ্জন দাস সাইকেল, মো. মোস্তফা কামাল খান দেওয়াল ঘড়ি। এরমাঝে মো. মোস্তফা কামাল খান ৪৫৪ ভোটে বিজয়ী হয়েছেন।
কোষাধক্ষ্য ২ জন মোহাম্মাদ হেলাল আহমদ কেলকুলেটার, মো. হাবিবুর রহমান কলম। এরমাঝে মোহাম্মাদ হেলাল আহমদ ৩২১ ভোটে বিজয়ী হয়েছেন।
প্রচার সম্পাদক ২ জন আলতাফুর রহমান বই, মোহাম্মাদ আলী আম। এরমাঝে আলতাফুর রহমান ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সমাজ কল্যাণ সম্পাদক ২ জন আসাদ নুর সাদি মোটর সাইকেল, প্রভাকর কাঠাল। এরমাঝে প্রভাকর দাস ৫২৬ ভোটে বিজয়ী হয়েছেন।
পাঠচক্র বিষয়ক সম্পাদক ২ জন জাকির হোসেন লিটন মাছ, শারমিন সুলতানা কলস। এরমাঝে শারমিন সুলতানা ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপস্থিত জনগণের সামনে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবলিক লাইব্রেরীর সভাপতি মো. শামীম আল ইমরান বিজয়ীদের নামের তালিকা ঘোষণা করেন। জানা যায়, সাধারণ ভোটার সংখ্যা ৭৭৭ জন, এরমাঝে ৭৬৫ ভোট গ্রহণ করা হয়েছে।