শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সমিতির ২০১৯-২০ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মাওলানা ছমির উদ্দিনকে সভাপতি ও সৈয়দ রেজওয়ান অাহমদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) দুপুরের দিকে জগন্নাথপুর উপজেলার স্থানীয় ইকড়ছড়া সিনিয়র মাদরাসায় মাওলানা ছমির উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় ২০১৯-২০২০ সেশনের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনূল ইসলাম পারভেজ, সহ-সভাপতি মাওলানা মোঃ অাব্দুল গাফ্ফার অাজাদ, সহ-সভাপতি মাওলানা অবু ইউসূফ মুহাম্মদ মানিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম অালফাজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মাখছুছুল করীম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ফয়েজ উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা মোঃ অামির অালী, সাহিত্য সম্পাদক মাওলানা মোঃ তাজুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক মোঃ আনোয়ারুল হক, নির্বাহী সদস্য অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল হাকীম, মাওলানা মো: সালেহ অাহমদ, সুপার মাওলানা মোঃ বদরুল অালম, সুপার মাওলানা মোঃ জমির অাহমদ, মাওলানা মোঃ নুরুল হক, মাওলানা মোঃ লোকমান হোসেন, এ ডি এম ফখর উদ্দিন, মাওলানা মোঃ আলী হোসেন, শাহ মোঃ ওলিউর রহমান, মোঃ মিজানুর রহমান, মাওলানা মোঃ আব্দুল মান্নান, মাওলানা মোঃ আরজত আলী, মাওলানা মোঃ আব্দুল মান্নান, মোঃ শাহজান কবীর, মোঃ আনোয়ারুল হক ও মোঃ ছায়াদুল ইসলাম প্রমূখ।