বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
’মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ আসুন শিক্ষক মাওলানা মো. মামুনুর রশিদের মা শামছুন নাহার (৫৫)-এর চিকিৎসার জন্য মানবিক সাহায্যে এগিয়ে আসি। আপনার সাহায্যে বেঁচে যেতে পারেন দরিদ্র ও নিরূপায় প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মামুনুর রশিদের মা। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন তিনি।
মাওলানা মো. মামুনুর রশিদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সলফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার মা শামছুন নাহার (৫৫)-এর বিরল রোগ জিবিএস নামে বিরল ভাইরাসে আক্রান্ত। তার চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার প্রয়োজন।
দীর্ঘদিন শিক্ষক মাও. মামুনুর রশিদের মা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের হার্ট বিশেষজ্ঞ ডা. মোখলেছুর রহমানের অধীনে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের জানিয়েছেন, এই ভাইরাসের একমাত্র প্রতিষেধক হচ্ছে ৫টি ইঞ্জেকশন, যারা মূল্য ৫ লক্ষ টাকা। এই ৫টি ইঞ্জেকশন প্রয়োগ করলে বেঁচে যেতে পারেন তিনি। কিন্তু শিক্ষক মামুনের একার পক্ষে এতো টাকা একসাথে যোগাড় করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছেন।
শিক্ষক মাও. মামুনুর রশিদ জানান, আমার মাকে নিয়ে অনেকদিন ওসমানী মেডিক্যাল কলেজের ২য় তলার সিসিইউ-৩ ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। আমার কাছে যা ছিল মায়ের জন্য ব্যয় করে শেষ করে ফেলেছি, এখন ডাক্তাররা বলেছেন, মায়ের জিবিএস ভাইরাসের একমাত্র প্রতিষেধক হচ্ছে ৫টি ইনজেকশন, যার প্রতিটির মূল্য ১ লক্ষ টাকা, ৫টায় মোট ৫ লক্ষ টাকা লাগবে। মাকে বাঁচাতে এই ৫টি ইঞ্জেকশন প্রয়োজন। যা আমি একার পক্ষে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে মাকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের কাছে আমার মায়ের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানাচ্ছি। তিনি সমাজের সকল হৃদয়বান, দানশীল ও বিত্তবান ব্যক্তিদের আন্তরিক সাহায্য কামনা করেছেন।
যে কেউ সাহায্য পাঠাতে পারেন শিক্ষক মামুনুর রশিদের মোবাইল নাম্বার এর বিকাশ একাউন্টে (পার্সনাল) ০১৭১৬-৮৯৫৯৬৯. অথবা মো. মামুনুর রশিদ, সঞ্চয়ী হিসাব নং-৭২৭৩৩, পুবালী ব্যাংক, পাগলা বাজার শাখা, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ এবং ইসলামী ব্যাংক, সুনামগঞ্জ শাখার সঞ্চয়ী হিসাব নাম্বার এমএসএ ১৩০৬৫ এই ব্যাংক একাউন্টে।