রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
সাইফ উল্লাহ, প্রতিনিধি সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদ, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।