বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভবন উদ্ধোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সোমবার দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ভবন উদ্ধোধন করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর কবির, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী প্রমূখ।
জানা যায়, ৪ তলা বিশিষ্ট ১ তলা একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্ঞাপন করেন এমপি রতন। বাস্তবায়নে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, সিলেট জোন।