বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আলেম-ওলামা ও মাদরাসার ছাত্রদের নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ৩১ জুলাই (বুধবার) বেলা ১১ টায় নবম-দশমশ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত ডারউইনের ইসলাম বিরোধী ‘বিবর্তনবাদ’ তত্ত্ব পাঠ্যপুস্তক থেকে প্রত্যাহরের দাবিতে মানববন্ধন করেছেন আল্লামা নূর হোসাইন কাসেমী।
এ সময় কাসেমী ডারউইনের মতবাদকে পাঠ্যসূচীতে অর্ন্তভূক্তির তীব্র সমালোচনা করে বলেন, মুসলমানের সন্তানদেরকে ধর্মবিমুখ করার নতুন ষড়যন্ত্র। তিনি অবিলম্বে আপত্তিকর এ মতবাদকে পাঠ্যসূচী থেকে বাদ দেওয়ার জোর দাবী জানান।
বক্তব্যরাখেন, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আবুল হাসান শামসাবাদী, মাওলানা শফিউল্লাহ ফয়সাল, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি গোলাম মওলা, মাওলানা জাবের কাসেমী প্রমুখ।