মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে আবারও মোটর সাইকেল দুর্ঘটনায় দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। নিহতের নাম রায়হান মিয়া (১৮)। সে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের আকবর আলীর ছেলে। আহতরা হলো একই গ্রামের সুন্দর আলীর ছেলে সোহাগ মিয়া (২০) ও নজরুল ইসলামের ছেলে পারভেজ মিয়া (২০)।
দিরাই থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বাদ আসর পাথারিয়া থেকে দিরাই আসার পথে শরীফপুর গ্রামের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেলটি পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত দুইজনকে সিলেট
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি উপজেলার বদলপুর গ্রাম থেকে দিরাই আসার পথে উত্তর নাগেরগাঁও গ্রামের মিয়াদন উল্লাহর ছেলে মমিন মিয়া (২৪) ও একই গ্রামের ধরনী দাসের পুত্র তারেশ দাস (৪০) ঘটনা¯’লেই মারা যায়।