সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা জেলার সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আমপাড়া বাজারের একটি চায়ের দোকান থেকে বিয়ার বড় ১৫টি, বিয়ার কেন ৮টি ও ১৪২ বোতল অফিসার্স চয়েজ মদসহ এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ সময় জয়নাল ও ইকবাল নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত হলো উপজেলার ঘাসিগাঁও গ্রামের রেহান উদ্দিনের ছেলে জালাল হোসেন (২৬)।
মঙ্গলবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মনির হোসেনের নেতৃত্বে এএসআই উস্তার হোসেন, এএসআই রিপন আহমদ-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আটকৃতের চায়ের দোকান থেকে মদ বিয়ারসহ তাকে আটক করে।
পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িং (চলতি দায়িত্ব) এস আই কাজল চন্দ্র দেব।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।