শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
নিত্য প্রয়োজনীয় জিনিসিপত্রের মুল্য বেশী রাখার দায়ে সুনামগঞ্জের তাহিরপুরে ভ্রাম্যমান আদালত ২১ ব্যবসায়ীর নিকট হতে জরিমানা আদায় করেছেন। উপজেলা সদর ও বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে শনিবার এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
করোনা ভাইরাস আতংকে থাকা ক্রেতাদের নিকট হতে চাল পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য বেশী রাখায় ওই ২১ ব্যবসায়ীর নিকট হতে ভ্রাম্যমান আদালত অর্ধলক্ষাধিক নগদ টাকা জরিমানা আদায় করেছেন।
রবিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজেন ব্যানার্জী বলেন, যে কোন ব্যবসায়ীর বিরুদ্ধে পুন:রায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ পেলে পরবর্তী শুধূ অর্থদন্ড নয়, অসাধু ব্যবসায়ীদের জেল জরিমানা উভয় দন্ডেই দন্ডিত করা হবে।