মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুরে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সরক্ষিত মহিলা সদস্য পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামি ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট (মোটর সাইকেল) ও আওয়ামী লীগ মনোনীতপ্রার্থী মোঃ খায়রুল কবির রুমেন (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এছাড়া সংরক্ষিত নারী আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১নং ওয়ার্ড থেকে আইরিন (মাইক), মোছাঃ তাহমিনা বেগম (ফুটবল), সেলিনা বেগম (হরিণ), ২নং ওয়ার্ডে বীনা জয়নাল (টেবিল ঘড়ি), মোছাঃ খালেদা আক্তার (ফুটবল), সুলতানা রাজিয়া (হরিণ), ৩নং ওয়ার্ডে ফৌজিআরা বেগম (লাটিম), মোছাঃ জুবিলী বেগম (মাইক), সানজিদা নাসরিন দিনা (ফুটবল), ৪নং ওয়ার্ডে মোছাঃ নূরুন্নাহার (হরিণ) ও সেলিনা আক্তার (ফুটবল)।
সাধারণ আসনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১নং ওয়ার্ড থেকে চন্দন খান (তালা), মোঃ এনামুল হক (বৈদ্যুতিক পাখা), মোঃ ফেরদৌসুর রহমান (হাতি), ২নং ওয়ার্ডে পরিতোষ সরকার (হাতি), মোঃ আব্দুস সালাম (তালা), ৩নং ওয়ার্ডে মেহেদী হাসান উজ্জ্বল (টিউবওয়েল), মোঃ মজিবুর রহমান (তালা), ৪নং ওয়ার্ডে মোঃ আক্তারুজ্জামান মিরাশ মিয়া (হাতি), মোঃ মহিবুর রহমান (টিউবওয়েল), মোঃ হোসেন আলী (তালা), ৫নং ওয়ার্ডে দ্বিপক তালুকদার (তালা), মোঃ মিছবাহ উদ্দিন (ঘুড়ি), শাহানা আল আজাদ (টিউবওয়েল), ৬নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল বাকী আজাদ (টিউবওয়েল), মোঃ নাজমুল হক (তালা), রায়হান মিয়া (হাতি), ৭নং ওয়ার্ডে আব্দুছ সালাম (তালা), টিকেন্দ্র চন্দ্র দাস (বক), বাদল চন্দ্র দাস (টিউবওয়েল), ব্রজলাল দাস (ঘুড়ি), মোঃ জামান চৌধুরী (হাতি), ৮নং ওয়ার্ডে মাহতাব উল হাসান (তালা), মোঃ সিরাজ উদ্দিন (ঘুড়ি), হারুন মিয়া (টিউবওয়েল), ৯নং ওয়ার্ডে মনিরুজ্জামান বারী (টিউবওয়েল), রুকনুজ্জামান (ঘুড়ি), ১০নং ওয়ার্ডে আব্দুল কাদির (হাতি), মোঃ মনির উদ্দিন (তালা), ১১নং ওয়ার্ডে মোঃ আব্দুল খালেক (তালা), মোঃ রফিকুল ইসলাম (হাতি), ১২নং ওয়ার্ডে আবুল খয়ের (ঘুড়ি), মোঃ আব্দুস সহিদ মুহিত (টিউবওয়েল) ও সাহেদ মিয়া (তালা)।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, আর ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের মোট ৬৩ হাজারেরও বেশি নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেবেন এ নির্বাচনে।
উল্লেখ্য, প্রতিটি জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত হবে।