সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : বতসোয়ানার একটি খনিতে শতাব্দির সবচেয়ে বড় হিরকখণ্ডের সন্ধান মিলেছে । এক হাজার ১১১ ক্যারেটের উঁচু মানের এই হিরাটি পাওয়া গেছে স্টকহোমভিত্তিক লুকারা ডায়মন্ড কর্পোরেশনের খনিতে। সূত্র জানায়, বিশ্বে এ পর্যন্ত পাওয়া হিরকখণ্ড গুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম এবং আধুনিক খনি ব্যবস্থায় এটিই বৃহত্তম। বতসোয়ানায় কারোউই খনির দক্ষিণাংশে পাওয়া যায় এটি এর আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় বিশ্বের বৃহত্তম হিরাটি। তিন হাজার ১০৬ ক্যারেটের কুলিনান এই হিরাটি পাওয়া যায় প্রেতোরিয়ার কাছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরকসমৃদ্ধ দেশ বতসোয়ানা। আর সম্প্রতি পাওয়া যাওয়া হিরকখণ্ডটি দেশটিতে পাওয়া বৃহত্তম বলে জানিয়েছে লুকারা। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী উইলিয়াম ল্যাম্ব বলেছেন, হিরকখণ্ডটি উঁচু মানসম্পন্ন। শতাব্দির সবচেয়ে বড় হিরা বলে একে সম্বোধন করলেও অত্যুক্তি করা হবে না।