শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
পৌষের শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন। মানুষের পাশাপাশি অন্যান্য জীবদের মধ্যেও এর প্রভাব পড়েছে। গতকাল দিনভর সূর্যের দেখা মেলেনি সুনামগঞ্জের দিরাইয়ের কোথাও। তীব্র কুয়াশা আর দমকা বাতাসের ফলে উপজেলা জুড়ে সূর্যের দেখা না মেলায় মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। পাশাপাশি তীব্র শীতে কাবু হয়ে পড়েছে গৃহপালিত পশু গরু-বাছুর।
গতকাল মঙ্গলবার দিরাই উপজেলার বেশ কয়েকটি জায়গায় গিয়ে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষজন ঘর থেকে বের হলেও অত্যধিক ঠাণ্ডার কারণে কাজ করতে পারেনি। বিশেষত কৃষি কাজে এর ব্যাপক প্রভাব পড়েছে। ঘন কুয়াশা আর দমকা বাতাসের জন্য ক্ষেতের পানি ঠাণ্ডা হয়ে যাওয়ায় লোকজন কৃষি কাজে ঠিকমত নামতে পারেনি। গত কয়েকদিন ধরে এই ঠাণ্ডা চলে আসলেও গতকাল এর তীব্রতা ছিল বেশি। গভীর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পানি পড়া দুপুর পর্যন্ত ছিল। সারাদিন উপজেলার কোথাও সূর্যের আলো পড়েনি।