বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
ভবন নির্মাণে মাটি পরীক্ষা করতে গিয়ে অসাবধানতা বশত লোহার পাইপ উপরে থাকা বিদ্যুতের তারে লেগে গিয়ে ঘটনাস্থলে ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কেজাউড়া গ্রামে।
গ্রামবাসি সূত্রে জানা যায়, গ্রামে একটি চলমান মাদরাসার নতুন ভবন নির্মাণ করতে মাটি পরীক্ষার কাজ চলছিল। বুধবার দুপুরে লোহার পাইপ দিয়ে মাটি পরীক্ষার সময় অসাবধানতা বশত উপরে থাকা বিদ্যুতের তারে লেগে গেলে মওলা মিয়া (৫০) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। সে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার লাল মিয়ার ছেলে বলে জানা যায়। এ সময় সাথে থাকা দুর্গাপুরের মৃত মজিদ মিয়ার ছেলে রতন মিয়া (৩৫) ও সিলেট জেলার কানাইঘাটের আমিন উদ্দিনের ছেলে মঞ্জুর আলম (১৯) গুরুতর আহত হয়। হতাহতদেরকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে মওলা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।