বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (২৮ মার্চ) এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। কম্পন এতটাই তীব্র ছিল যে এর প্রভাব পার্শ্ববর্তী থাইল্যান্ড ও চীনের ইউনান প্রদেশেও অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে ব্যাংককের বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার দূরে এবং এটি ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এত বড় মাত্রার ভূমিকম্প সাধারণত গুরুতর ক্ষয়ক্ষতির কারণ হতে পারে, যা আশেপাশের দেশগুলোতেও প্রভাব ফেলে।
মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পাশাপাশি দেশটির রাজধানী নেপিদোতে বেশ কিছু রাস্তার ফাটল দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে কিছু এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
থাইল্যান্ডেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। ব্যাংককের চাতুচাক জেলায় একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া, বেশ কয়েকটি বহুতল ভবন কেঁপে ওঠায় অনেক বাসিন্দা নিরাপত্তার জন্য তাদের আবাসন ছেড়ে বাইরে অবস্থান নেন।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প পরবর্তী সময়ে আরও কিছু কম্পন (আফটারশক) অনুভূত হতে পারে, যা ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়াতে পারে। সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ভবিষ্যতে এমন দুর্যোগ আরও ঘটতে পারে, তাই আগাম প্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র : বিবিসি