আমার সুরমা ডটকম:
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, বর্ষিয়ান রাজনীতিবিদ, মেম্বার অফ পার্লামেন্ট, পাকিস্তান সিনেটের সাবেক ডেপুটি চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর হায়দারীর সাথে ইউকে জমিয়ত নেতৃবৃন্দের বিশেষ বৈঠক ২৯ জুলাই অনুষ্ঠিত হয়। তিনি বর্তমানে ইংল্যান্ডের এক সংক্ষিপ্ত সফরে রয়েছেন।
পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ বিশেষ বৈঠক করেন।
এ সময় পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম এর জেনারেল সেক্রেটারি তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন, যদি উলামায়ে কেরাম জাতীয় রাজনীতির মূলধারার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে যুগোপযোগী ভূমিকা পালন না করেন, তাহলে দুনিয়া ন্যায় বিচার, সুশাসন ও সুস্থ রাজনীতি থেকে বঞ্চিত থেকে যাবে। মাওলানা হায়দারী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন নির্বাচনে অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম কে জাতীয় রাজনীতিতে জোরদার ভূমিকা পালন করা উচিত। তিনি বলেন, শুধু পরিচিতি ও দাওয়াতী কার্যক্রম অব্যাহত রাখার উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।